ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার আসামি গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন আলীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) ভোর রাতে উপজেলার রায়টা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ইয়াছিন আলী কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে। এনিয়ে, এ মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিসহ মোট ৩৪ জন আসামি জেল হাজতে রয়েছেন।


কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, এই মামলার সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন আলী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে এটিসহ মোট ৪ টি মামলা রয়েছে।


২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে দেখে মাগুরা ফিরে যাবার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলা শিকার হন। এ ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিন ২৭ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

ads

Our Facebook Page